আমাদের বাণেশ্বর সারথিবালা মহাবিদ্যালয়ের অবস্থান কোচবিহার জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকায়। মহাবিদ্যালয়ের সূচনা লগ্ন (২০০৯) থেকেই কলা বিভাগে অধ্যায়নের পাঠক্রম হিসেবে বাংলা ভাষা ও সাহিত্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০১৫ সাল থেকে বাংলা সাম্মানিক বিষয়টি পঠন-পাঠনের অন্তর্ভুক্ত করা। বর্তমানে মহাবিদ্যালয় বাংলা বিভাগ একটি সমৃদ্ধতম বিভাগ। বাংলা বিভাগে 'অন্বেষা' নামে একটি নিজস্ব দেয়াল পত্রিকা রয়েছে। 'অন্বেষা' যার মধ্য দিয়ে বাংলা বিভাগ অন্বেষণ করে বিভাগীয় ছাত্র-ছাত্রীদের নতুন নতুন বিভিন্ন প্রতিভা। বিভাগ পরিচালনার জন্য পর্যাপ্ত গ্রন্থ ও জার্নাল বিভাগীয় পাঠাগারে রয়েছে। বাংলা বিভাগ বিশেষ দায়িত্ব নিয়ে ছাত্র-ছাত্রীদের বাংলা ভাষা ও সাহিত্য বিষয় বিশুদ্ধ ধারণা দেওয়ার প্রচেষ্টা করছে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় হওয়ায় লোকসংস্কৃতির প্রতি বিশেষ নজর দিচ্ছে বাংলা বিভাগ।
বাণেশ্বর সারথিবালা মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। আমাদের এই বাংলা বিভাগকে সমস্ত শিক্ষকরা তিল তিল করে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা শিক্ষকরা প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে অতি যত্ন সহকারে বন্ধুর মতো মিশে পাঠদান করে থাকি। ছাত্র-ছাত্রীদের বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে যথাযথ অবগত করা আমাদের একমাত্র লক্ষ্য। সেই সঙ্গে স্থানীয় ভাষা ও লোকসাহিত্য বিষয়েও প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে অবগত করা হয়। আমরা দাবি করতেই পারি বিভাগের প্রত্যেকটি ছাত্র-ছাত্রী বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে যেমন অবগত হয় তেমনি স্থানীয় লোকসাহিত্য বিষয়েও তাদের স্পষ্ট ধারণা তৈরি হয়। আমাদের বিশ্বাস একটি ছাত্র-ছাত্রী যখন প্রাতিষ্ঠানিক পাঠ শেষ করে, তখন সে ভাষা- সাহিত্য-সংস্কৃতি সম্পর্কে একটি সম্যক ধারণা পাবে।
Dr. Narendra Nath Ray
Head of the Department
Department of Bengali